১৯৭৬ সালের ১৩ নভেম্বর শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার চরভাগা গ্রামের সম্ভ্রান্ত ঢালী বাড়িতে লেখক খায়রুননেসা রিমির জন্ম। পিতা- ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ ঢালী। মাতা- নূরজাহান বেগম। লিখতে ভালোবাসতেন ছোটবেলা থেকেই। তিনি হাই স্কুল ও কলেজ জীবনে শরিয়তপুরের সাত্যিাঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৯০ সালে স্কুল জীবন থেকেই তিনি জাতীয় দৈনিকে লিখতে শুরু করেন। এরপরে ভোরের কাগজের পাঠক ফোরামে লিখে হাত পাকান।