ডেল ব্রেকেনরিজ কার্নেগি (ইংরেজি: Dale Breckenridge Carnegie); (কার্নেগি ছিলেন ১৯২২ সাল পর্যন্ত); (জন্ম: নভেম্বর ২৪, ১৮৮৮ – মৃত্যু: নভেম্বর ১, ১৯৫৫) ছিলেন একজন মার্কিন লেখক, অধ্যাপক ও একাধারে বিখ্যাত আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণমালা যেমন: আত্মোন্নয়ন, সেল্সম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও আন্তঃব্যক্তিক দক্ষতা-এর উদ্ভাবক। তিনি দরিদ্র মিজুরি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস (১৯৩৬ সালে প্রকাশিত) বইয়ের লেখক, যা আজও জনপ্রিয় কাটতি-সেরার মর্যাদা পায়। বইটি ১৫ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। তিনি ১৯৪৮ সালে প্রকাশিত হাউ টু স্টপ অওরিং অ্যান্ড স্টার্ট লিভিং, লিঙ্কন দ্য আননোন এবং আরো অনেক বইয়েরও লেখক। তার বইয়ের বিশেষত্ব এই যে, নিজের প্রতিক্রিয়ার ভিন্নতার মধ্য দিয়ে অন্যের ব্যবহারের পরিবর্তন আনা সম্ভব।[তথ্যসূত্র প্রয়োজন]
ডেল কার্নেগী ১৮৮৮ সালে মেরীভিলে, মিজুরিতে জন্মগ্রহণ করেছিলেন। কার্নেগী ছিলেন অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারের জেমস উইলিয়াম কার্নাগী (জন্ম: ইন্ডিয়ানা, ফেব্রুয়ারি ১৮৫২ – ১৯১০) ও আমান্দা এলিজাবেথ হারবিসনের (জন্ম: মিজুরি, ফেব্রুয়ারি ১৮৫৮ – ১৯১০) দ্বিতীয় পুত্র।
বালক বয়সে যদিও প্রত্যহ তিনি ভোর চারটায় উঠে গৃহপালিত গরুগুলো থেকে দুধ সংগ্রহ করতেন, তথাপি তিনি এর মধ্য দিয়ে ওয়ারেঞ্চেবার্গ-এর সেন্ট্রাল মিশৌরী স্টেট ইউনিভার্সিটিতে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন।