লিমা ইসলাম, পোশাকি নাম তাছলিমা বেগম। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তৌকাঠী গ্রামে পহেলা মার্চ ১৯৬৭ খ্রী. এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা- ডাক্তার আঃ রশিদ, মাতা-আয়শা সিদ্দিকা, স্বামী- অধ্যাপক মোঃ নূর-ই-ইসলাম খান। তিনি বরিশাল বি এম কলেজ থেকে বাংলা সাহিত্যে বি এ অনার্স এম এ করেন।